Internet ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টাজার Internet এর শব্দগত বিশ্লেষণ করলে তাকে International Network এর সংক্ষিপ্ত রূপে হিসেবে পাওয়া যা ইন্টারনেটের ব্যাপক ব্যবহার ১৯৯০ সাল থেকে শুরু হলেও এর প্রকৃত যাত্রা আরম্ভ হয় ১৯৬৯ সাল থেকে।

যুক্তরা ইন্টারনেটের ব্যাপক ব্যবহার ১৯৯০ সাল search Projects Agency Network (ARPলেও ১৯৯৪ সালে প্রতিরক্ষা দত্তর সে বছর Advance প্রথম পদক্ষেপ। ১৯৯০ সালে ইন্টানেটের কার্যক্রম শুরু হলেও পরিচিত সালের প তাকে এ নামে ডাকা হতো না।
১৯৯৪ সালেই ইন্টারনেট শব্দটি ব্যবহৃত হয় এবং তা ব্যাপকভাবে পরিচিত হতে থাকে বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ চীন। যুক্তরাষ্ট্র এবং ভারত রয়েছে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে।

মডেমের ব্যবহার:


Modem শব্দটি-Modulator এবং Demodulator শব্দ দ্বয়ের সংক্ষিপ্ত রূপে। নিচে ব্যবহার তুলে ধরা হলো।
(i) Digital সংকেতকে Analog সংকেতে রূপান্তরিত করে গ্রাহকের নিকট তথ্য প্রেরণ করে।
(ii) টেলিফোন লাইনের উপযোগী করে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করে।
(iii) Modem টেলিফোন লাইন এবং কম্পিউটারের মাঝখানে অবস্থান করে।

Internet wifi
Internet wifi

Internet সেবার বৈশিষ্ট্য:


পরিপূর্ণ ইন্টারনেট সেবা প্রাপ্তির জন্য নিম্নোক্ত ব্যবস্থাপনার প্রয়োজন হয় যথা-
(i)কম্পিউটার: ইন্টারনেট সংযুক্তির জন্য নূনতম ৮০৩০৬ প্রসেসরযুক্ত কোন কম্পিউটার 4MB RAM এবং অপারেট সিস্টেম সহ প্রয়োজনীয় সফটওয়্যারের প্রয়োজন হয়।
(ii) মডেল (Modem): Modem শব্দটি Modulation এবং Demodulation শব্দদ্বয়ের সংক্ষিপ্ত রূপে। ময়ে যন্ত্রটি টেলিফোন লাইন এবং কম্পিউটারের মাঝখানে অবস্থান করে।
(iii) টেলিফোন লাইন অথবা মোবাইল ফোন বা অন্যকোন নেটওয়ার্ক।
(iv) সফটওয়্যার: Internet ব্যবহার করার ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়। যেমন: সার্ভারে সাথে যোগাযোগ স্থাপনের জন্য সফটওয়্যার ই-মেইল প্রেরণ বা গ্রহণ করার জন্য সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজিং করার জন সফটওয়্যার।) আইএসপি (ISP): এটি হল Internet Service Provider বা ইন্টারনেট সেবাপ্রদানকারী কোন সংস্থা।
(v) কাজ হলো সাধারণ গ্রাহককে ইন্টারনেটের সংযোগ ও এ সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করা।
(vi) IP ঠিকানা (Internet Protocal Addrss): টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নাম্বর। থাকে ঠিক তেমনি ইন্টারনেট প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা IP (Internet Protocal) অ্যাড্রেন নামে পরিচিত।

ইন্ট্রানেট এবং এক্সট্রানেট:


ইন্ট্রানেট (Intranet): Intra শব্দের অর্থ হলো অভ্যন্তরীণ অর্থাৎ Intranet হলো একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীন যোগাযোগের জন্য ব্যবহৃত ওয়েবসাইট যা কেবল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরাই ব্যবহার করতে পারবেন। ইন্ট্রানেট। প্রতিষ্ঠানের কর্মী ব্যতীত আর কারও প্রবেশাধিকার নই। আর ইন্টারনেট যে কেউ প্রবেশ করতে পারে। এক্সট্রানেট (Extranet): একটি প্রতিষ্ঠানের ইন্ট্রানেটকে যখন অন্য প্রতিষ্ঠানের ইন্ট্রানেটের সাথে যুক্ত করা হয় তখন তাতে বলে এক্সট্রানেট।

ওয়েব ব্রাউজার সম্পর্কে ধারণা:


ওয়েব ব্রাউজার (Web Browser): ওয়েব সাইটের প্রায়োগিক ক্ষেত্র হচ্ছে Web browser যখন কোন ইউজার নির্দিষ্ট ওয়েবসাইট খুজে পেতে যায় তখন browser যেই ঠিকানাটি ওয়েব Server থেকে ইউজারকে প্রদর্শন করে থাকে।

উদাহরণ: Explorer, Mozilla Firefox, Net Scape

Read More: ইন্টারনেটর ধারণা+

Internet modem
Internet modem

সার্চ ইঞ্জিন (Search Engine):

সারা পৃথিবীতে বিভিন্ন স্থানে Web page এর বিশাল ভান্ডার সংরক্ষিত আছে। এ সমস্ত Web page সমূহে রয়েছে বিভিন্ন তথ্য এবং ডেটা। কোন ব্যবহারকারীর পক্ষেই জানা সম্ভবনয় যে কোন বিষয়ের তথ্য পৃথিবীর কোথায় কোথায় জমা আছে। Scach Engine হলো এমন কিছু ওয়েবপেজ যেগুলো ব্যবহার কারীর পক্ষ থেকে তার প্রয়োজনীয় বিষয়টি খুঁজে বের করে দেয়।
এরূপ কিছু Search Engine হলো- Google.Com

ওয়েব মাধ্যমে ব্যবহৃত সামাজিক যোগাযোগ (ফেইসবুক, টুইটার, লিংকডিন, ইউটিউব, ইন্সট্রাগ্রাম)
(Describe Web Platform Social Media Facebook, Twitter, LinkedIn, YouTube, Instagram ) সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হচ্ছে ভার্চুয়াল যোগাযোগ এবং নেটওয়াকের মাধ্যমে মানুষে মানুষে যোগাযোগকে আরও জনপ্রিয় করেছে।

সামাজিক মাধ্যমগুলো তুলে ধরা হলো-


ফেসবুক (FaceBook): ফেসবুকের মালিক হলো ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার কক্ষনিবাসি এডওয়ার্ক সেভারিন ডাস্টিস মস্কোভিত্স এবং ক্রিম হাউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়ার ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত। মার্ক জাকারবাগ বর্তমানে ফেসবুকের চেয়ারম্যান এবং সিইও (CEO)।

Internet Router
Internet Router

ইউটিউব (YouTube):
ইউটিউবে ভিডিও শেয়ার করা যায়। এটি অত্যন্ত জনপ্রিয় একটি সাইট এর মাধ্যমে ভিডিও আপলোড শেয়ার এবং ভিডিও দেখার সুবিধা রয়েছে। তাছাড়া ভিডিও পর্যালোচনা অভিমত প্রদান সহ আরো অনেক সুবিধা রয়েছে।২০০৫ সালে পেপ্যাল প্রতিষ্ঠানের তিনজন প্রাক্তন চাকরিজীবি চ্যড হারলি স্টিড চান এবং বাংলাদেশী বংশোদ্ভূত জাভেদ করিম কর্তৃক ইউটিউব প্রতিষ্ঠিত হয়।

State Website, Quora, Wikipedia:
ওয়েব সাইট (Wabsite): ওয়েব সাইট হলো বিভিন্ন Web page এর সমাহার যাদের একটি নির্দিষ্ট ডোমেইন এর নাম এবং নির্দিষ্ট ঠিকানা থাকে কোন একটি Server এ। ওয়েবসাইট সাধারণত নির্দিষ্ট বিষয় বা কার্যক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন খবর, শিক্ষা, বাণিজ্য, বিনোদন অথবা সামাজিক যোগাযোগ তৈরিতে।
উদাহরণ: YouTube.Com

Categorized in:

News,

Last Update: April 3, 2024

Tagged in: